Thursday, 5 March 2015

আজকের ম্যাচের উল্লেখযোগ্য কিছু রেকর্ড তুলে ধরা হলো:

* বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে আজ। বাংলাদেশের সর্বোচ্চ রান এখন ৩২২/৪। এর আগে সর্বোচ্চ ছিল ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৮৩/৯।

* তামিম ইকবাল বাংলাদেশের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মোহাম্মদ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রান। 

* দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান পূর্ণ করলেন তামিম ইকবাল। তার ওয়ানডে রান এখন ৪০৮৫। আর ওয়ানডেতে সাকিব আল হাসানের এখন ৪১৩৮ রান। 

* বাংলাদেশের হয়ে বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করে ১৩৯ রান। আগের রেকর্ডটি ছিল সাকিব ও মুশফিকের আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রান।

* বিশ্বকাপে বাংলাদেশের এক ম্যাচেই আজ চারজন হাফ সেঞ্চুরি করেন। আজ তামিম, রিয়াদ, মুশফিক, সাকিব হাফ সেঞ্চুরি করেন। এর আগে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তিনজন-তামিম, সাকিব ও মুশফিক হাফ সেঞ্চুরি করেছিলেন। 

* বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্কটল্যান্ডের ৩১৮ রান টপকে গেল ১১ বল আগে ৬ উইকেট হাতে রেখে। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড ২০১১ সালে ইংল্যান্ডের ৩২৭ রান টপকে গিয়ে। 

* প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে অর্ধ হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান। আজ অপরাজিত ৫২ রানের ইনিংস খেলার পর এখন সাকিবের বিশ্বকাপে মোট রান ৫০৫

Sunday, 20 April 2014

শুভ নববর্ষ

সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।

ভুল কে আজ দাও ছুটি

ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২১

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে

বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
**শুভ নববর্ষ**
Some Bengali SMS for Pohela Boishakh:
1.
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক 
যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
2.
একটু আলো, একটু আধার 
বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার 
কিছু দুঃখ, কিছু সুখ 
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
বাংলা বর্ষ ১৪২১ এর পদার্পনে 
এস শানিত হই নবপ্রাণে ..
3.
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত 
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো 
শুভ নববর্ষ ১৪২১
4.
মুছে যাক সকল কলুষতা 
শান্তির বার্তা নিল খামে পাঠালাম 
সুদিনের সুবাতাস তোমায় দিলাম 
শুভ নববর্ষ ১৪২১
5.
ঢাক ঢোল মাদলের তালে 
রং বেরঙের মনের দেয়ালে 
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে 
শুভ নববর্ষ ১৪২১