দাম্পত্য সম্পর্কে পরিতৃপ্তি অটুট রাখা কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বা সুখের মতোই দাম্পত্যেও ভাটা পড়তে পারে। পারস্পরিক সম্পর্কের ওপর নিয়মিত লেখার মধ্য দিয়ে দম্পতিরা নিজেদের মধ্যে স্থায়ী সম্প্রীতি স্থাপন করতে পারেন। মার্কিন গবেষকেরা এ কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এলি ফিংকেল বলেন, স্বামী-স্ত্রী যদি পরস্পরকে নিয়ে সাত মিনিট করে বছরে মাত্র তিনবার সংক্ষেপে কিছু লেখেন, তাহলে তাঁদের মধ্যে ভাঙনের আশঙ্কা কমে। এ কাজে তাঁদের মোট সময় ব্যয় হবে বছরে মাত্র ২১ মিনিট। এই কৌশল অবলম্বন করলে ঝগড়া-বিবাদেও তাঁদের সম্পর্ক ছিন্ন হবে না। এই কৌশল তাৎক্ষণিক বা জাদুকরি ফলাফল হয়তো এনে দেবে না। তবে দাম্পত্যে অল্প সময়ের মধ্যে ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলবে।
গবেষণায় ১২০ জোড়া নারী-পুরুষ অংশ নেন। তাঁদের অর্ধেকে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে পরিতৃপ্তি, ভালোবাসা, অন্তরঙ্গতা, বিশ্বাস ও কামনার কথা প্রতি চার মাস অন্তর লেখেন। এ ছাড়া তাঁরা পারস্পরিক মতবিরোধের একটি বিষয় নিয়েও লেখেন। ওই যুগলদের বাকি অর্ধেক পরস্পরকে নিয়ে কোনো কিছু লেখা থেকে বিরত থাকেন। গবেষণার ফলাফলে দেখা যায়, প্রথম দলের যুগলদের মধ্যে মতবিরোধ দূর হয়েছে এবং পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হয়েছে। অপরদিকে, দ্বিতীয় দলের যুগলদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে।
দাম্পত্য রক্ষার কৌশলসংক্রান্ত গবেষণাটি সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হবে। নর্থ ওয়েস্টার্ন ডট এডু।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এলি ফিংকেল বলেন, স্বামী-স্ত্রী যদি পরস্পরকে নিয়ে সাত মিনিট করে বছরে মাত্র তিনবার সংক্ষেপে কিছু লেখেন, তাহলে তাঁদের মধ্যে ভাঙনের আশঙ্কা কমে। এ কাজে তাঁদের মোট সময় ব্যয় হবে বছরে মাত্র ২১ মিনিট। এই কৌশল অবলম্বন করলে ঝগড়া-বিবাদেও তাঁদের সম্পর্ক ছিন্ন হবে না। এই কৌশল তাৎক্ষণিক বা জাদুকরি ফলাফল হয়তো এনে দেবে না। তবে দাম্পত্যে অল্প সময়ের মধ্যে ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলবে।
গবেষণায় ১২০ জোড়া নারী-পুরুষ অংশ নেন। তাঁদের অর্ধেকে সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে পরিতৃপ্তি, ভালোবাসা, অন্তরঙ্গতা, বিশ্বাস ও কামনার কথা প্রতি চার মাস অন্তর লেখেন। এ ছাড়া তাঁরা পারস্পরিক মতবিরোধের একটি বিষয় নিয়েও লেখেন। ওই যুগলদের বাকি অর্ধেক পরস্পরকে নিয়ে কোনো কিছু লেখা থেকে বিরত থাকেন। গবেষণার ফলাফলে দেখা যায়, প্রথম দলের যুগলদের মধ্যে মতবিরোধ দূর হয়েছে এবং পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হয়েছে। অপরদিকে, দ্বিতীয় দলের যুগলদের মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে।
দাম্পত্য রক্ষার কৌশলসংক্রান্ত গবেষণাটি সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হবে। নর্থ ওয়েস্টার্ন ডট এডু।