Tuesday, 5 February 2013

জামাতের পরাজয় এখানেই। আজ যদি ট্রাইব্যুনাল বন্ধের দাবিতে কিংবা রায়ের বিরোধিতা করে জামাত কোনো জনসমাবেশ কিংবা বিক্ষোভের ডাক দেয়, সেখানে হয়তো এরচে বেশি লোক হবে। কিন্তু নিশ্চিতভাবে তারা সবাই-ই হবে জামাত কিংবা শিবিরের নেতা কর্মী, যারা আর্থিকভাবে সুবিধাপ্রাপ্ত জামাতের থেকে। অথচ কোনো রকম অর্থের লোভ ছাড়াই, শুধুমাত্র ফেসবুকের এক সামান্য ইভেন্ট থেকে এখন কয়েক হাজার লোক শাহবাগ মোড়ে। যাদের অধিকাংশেরই কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই। যারা এখানে কোনো রাজনৈতিক দলের স্বার্থ উদ্ধারে আসেনি। নিঃস্বার্থ আবেগের, নিঃশংক চিত্তের এই বাঙালি জনস্রোতই আমাদের ভরসার শেষ জায়গা।

এই জনসমুদ্রে যোগ না দিতে পারার আক্ষেপ আমার আজীবন থাকবে। কৃতজ্ঞতা থাকলো এই মানুষগুলির প্রতি, যারা ঝুঁকি নিয়ে দাবি আদায়ে রাজপথে নেমে এসেছেন। গতরাতের পরাজয়ের গভীর ক্ষত এখনো শুকায়নি, তবে আমি আশাবাদী বাংলাদেশে আজকের এই ভোর, বহু বছরের মধ্যে অনন্য, স্মরণীয়।

তবে এইটুকু বলতে চাই- আমার অনেক বন্ধুর মধ্য দিয়ে আমিও আছি ওই মিছিলে। মিছিলের অগুনতি মুষ্ঠিবদ্ধ হাতের মধ্যে একটা হাত আমারও, সাড়ে আট হাজার মাইল দূরে থেকেই। (কৃতজ্ঞতা - অনার্য সঙ্গীত 

copy by Axis