মাহামুদুল হাসান রিপেল
A daily nature photo dosage 15 renowned nature photographers, 365 days - every morning a fresh nature photo from one of us will be here. From the different place in Bangladesh North to the South of Europe - Norway, Sweden, Estonia, Netherlands, Germany, Great Britain, Romania, France, Spain, Italy. And the rest of the World.If you'd like to comment a photo, please do so, if possible, in English. And as we are here under our own names, we'd appreciate if you would do the same when commenting.
Sunday, 24 February 2013
লক্ষ্মীপুর জেলা
ভৌগোলিক সীমানা
এর মোট আয়তন ১৪৫৫.৯৬ বর্গ কিমি। এটি উত্তরে চাঁদপুর জেলা, দক্ষিণে ভোলা ও নোয়াখালি, পূর্বে নোয়াখালি এবং পশ্চিমে বরিশাল, ভোলা ও মেঘনা নদী দ্বারা পরিবেষ্ঠিত।
লক্ষ্মীপুর শহর রহমতখালি নদীর তীরে অবস্থিত এবং মোট ১২ টি ওয়ার্ড ও ২২ টি মহল্লা নিয়ে গঠিত। ১৯৭৬ সালে লক্ষ্মীপুর পৌরসভা গঠিত হয়।
[সম্পাদনা]প্রধান নদী
মেঘনা, ডাকাতিয়া, কাটাখালি, রহমতখালি ও ভুলুয়া।
[সম্পাদনা]প্রশাসনিক এলাকাসমূহ
১৯৮৪ সালে লক্ষ্মীপুর একটি পূর্নাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ জেলার অধীনে ৫ টি উপজেলা, ৩ টি পৌরসভা, ৫৫টি মহল্লা, ৪৭ টি ইউনিয়ন পরিষদ, ৪৪৫টি মৌযা এবং ৫৩৬ টি গ্রাম আছে।
লক্ষ্মীপুর জেলার ৫ টি উপজেলা হলো:
ত্রয়োদশ শতাব্দিতে লক্ষ্মীপুর ভুলনা রাজ্যের অধীন ছিল। মুঘল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে লক্ষ্মীপুরে একটি সামরিক স্থাপনা ছিল। ষোড়শ থেকে উনবিংশ শতাব্দি পর্যন্ত এ এলাকায় প্রচুর পরিমাণে লবন উৎপন্ন হত এবং বাইরে রপ্তানি হত। লবনের কারনে এখানে লবন বিপ্লব ঘটে। স্বদেশী আন্দোলনে লক্ষ্মীপুরবাসী স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে। এ সময় মহাত্মা গান্ধি এ অঞ্চল ভ্রমণ করেন। তিনি তখন প্রায়ই কাফিলাতলি আখড়া ও রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়ীতে অবস্থান করতেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের জুন মাসে লক্ষ্মীপুর সফরে আসেন। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে এখানে পাক-হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মাঝে সতের বার যুদ্ধ হয়। এখানে তিনটি স্মৃতি স্তম্ভ, দুইটি গণকবর ও একটি গণহত্যা কেন্দ্র পাওয়া যায়।
প্রধান পেশাঃ কৃষি (৩৫.১৯%), মৎস্যজীবি (২.৭%), কৃষি শ্রমিক (১৯.৮৬%), শ্রমজীবি (৩.১৬%), ব্যবসা(১২.১০%), চাকুরী (১২.২১%), যোগাযোগ (২.০৪%), মিস্ত্রী (১.২৭%) এবং অন্যান্য (১১.৪৭%)।
প্রধান শস্যঃ ধান, গম, সরিষা, পাট, মরিচ, আলু, ডাল, ভুট্টা, সয়াবিন, আখ, কাঠবাদাম।
প্রধান ফলঃ আম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, তাল, লেবু, নারিকেল, সুপারি, আপেল, সারিফা, আমড়া, জাম।
খামারঃ এ জেলায় ৫৮ টি মৎস্যখামার, ১৬টি নার্সারি, ১০২টি দুগ্ধ খামার, ২২২টি মুরগীর খামার ও ৩টি হ্যাচারি রয়েছে।
শিল্প-কারখানাঃ টেক্সটাইল মিল, ধানের কল, ময়দার কল, বরফের কল, অ্যালুমিনিয়াম কারখানা, বিড়ি কারখানা, মোম কারখানা, সাবানের কারখানা, নারিকেলের তন্তু প্রক্রিয়াজাতকরণ কারখানা, ছাপাখানা, তেলের মিল, ব্যাটারি কারখানা, বেকারি।
কুটির শিল্পঃবাঁশ ও বেতের কাজ, কাঠের কাজ, সেলাই, কামার, কুমার, মুচি, বৈদ্যুতিক যন্ত্রপাতির মেকানিক ইত্যাদি।
তিতা খান জামে মসজিদ
মিতা খান মসজিদ
মধু বানু মসজিদ
দায়েম শাহ মসজিদ
আব্দুল্লাহপুর জামে মসজিদ
শাহাপুর নীল কুঠি
শাহাপুর সাহেব বাড়ী
দালাল বাজার জমিদার বাড়ী
শ্রীগোবিন্দ মহাপ্রভু আখড়া
দালাল বাজার মঠ
খোয়া-সাগর-দীঘি
কমলা সুন্দরী দীঘি
রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়ী
পালের হাট স্কুল
জালালউদ্দিন মৌলভী বাড়ির শতাব্দী প্রাচীন মসজিদ
জাহানাবাদ বাইতুল আমান জামে মসজিদ
KANCHANPUR JOMIDAR BARI
মিতা খান মসজিদ
মধু বানু মসজিদ
দায়েম শাহ মসজিদ
আব্দুল্লাহপুর জামে মসজিদ
শাহাপুর নীল কুঠি
শাহাপুর সাহেব বাড়ী
দালাল বাজার জমিদার বাড়ী
শ্রীগোবিন্দ মহাপ্রভু আখড়া
দালাল বাজার মঠ
খোয়া-সাগর-দীঘি
কমলা সুন্দরী দীঘি
রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়ী
পালের হাট স্কুল
জালালউদ্দিন মৌলভী বাড়ির শতাব্দী প্রাচীন মসজিদ
জাহানাবাদ বাইতুল আমান জামে মসজিদ
KANCHANPUR JOMIDAR BARI
[সম্পাদনা]
Saturday, 23 February 2013
Friday, 22 February 2013
→ মসজিদের গালিচায় আগুন দিয়েছে জামাত-শিবির।
→ জুম্মার নামাজ না পড়েই রাজপথে জামাত-শিবির।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলাম একটি ইসলামী দল!
→ ফেনীতে জামাত-শিবিরের মিছিল থেকে স্লোগান দেয়া হয়েছে "পাকিস্তান জিন্দাবাদ"।
→ নোয়াখালীতে পাকিস্তানি পতাকা নিয়ে জামাত-শিবিরের মিছিল।
→ সিলেটে ধ্বংশ করা হয়েছে শহীদ মিনার, সাধারন মুসল্লীর ছদ্মবেশে জামাত-শিবির।
→ চাঁদপুরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে জামাত-শিবির।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামাত শিবির একটি বাংলাদেশী রাজনৈতিক দল!
→ সিলেটে মদন মোহন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট অরুনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে শিবির, অবস্থা আশংকাজনক ।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামাত-শিবির রগকাটা রাজনিতী করে না। ।।
আপনি বিশ্বাস করেন না?
আপনার রগটা প্লিজ... ...
- বাঁধন স্বপ্নকথ
→ জুম্মার নামাজ না পড়েই রাজপথে জামাত-শিবির।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলাম একটি ইসলামী দল!
→ ফেনীতে জামাত-শিবিরের মিছিল থেকে স্লোগান দেয়া হয়েছে "পাকিস্তান জিন্দাবাদ"।
→ নোয়াখালীতে পাকিস্তানি পতাকা নিয়ে জামাত-শিবিরের মিছিল।
→ সিলেটে ধ্বংশ করা হয়েছে শহীদ মিনার, সাধারন মুসল্লীর ছদ্মবেশে জামাত-শিবির।
→ চাঁদপুরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে জামাত-শিবির।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামাত শিবির একটি বাংলাদেশী রাজনৈতিক দল!
→ সিলেটে মদন মোহন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট অরুনকে কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে গেছে শিবির, অবস্থা আশংকাজনক ।
বিঃদ্রঃ আসুন আমরা বিশ্বাস করি জামাত-শিবির রগকাটা রাজনিতী করে না। ।।
আপনি বিশ্বাস করেন না?
আপনার রগটা প্লিজ... ...
- বাঁধন স্বপ্নকথ
জামায়াত-শিবিরসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীরা গতকাল শুক্রবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ২৭ জন।
শহীদ মিনারে ভাঙচুরের পর হামলাকারীরা এর আশপাশের একটি এটিএম বুথ, অন্য একটি ব্যাংক ভাঙচুর করে ও পুলিশের গাড়িতে আগুন দেয়। এর প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত জামায়াত-শিবির নিয়ন্ত্রিত কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
শহীদ মিনারে ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ৬৭ জনকে আটক করেছে। সন্ধ্যার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শহরে টহল দিতে শুরু করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। এসব মিছিল কোর্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়ে ‘তৌহিদি জনতা’ ব্যানার নিয়ে সমিঞ্চলিত মিছিল বের করে। কয়েক হাজার লোকের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করার সময় মিছিলকারীদের একটি অংশ শহীদ মিনারের গণজাগরণ মঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আরেকটি অংশ শহীদ মিনারের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শহীদ মিনারের বেদিতে থাকা পুষ্পস্তবক পদদলিত করে আগুন ধরিয়ে দেয় ও মূল বেদি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ প্রথমে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়ে এইচএসবিসি ব্যাংকের এটিএম বুথ ও ট্রাস্ট ব্যাংক ভবনের একাংশ ভাঙচুর শুরু করে। পুলিশ তখন গুলি ছোড়ে। গুলির শব্দে মিছিলকারীরা আরও সহিংস হয়ে ওঠে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে শহীদ মিনার থেকে জিন্দাবাজার মোড় ও চৌহাট্টা থেকে আম্বরখানা মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় রাস্তায় অর্ধশতাধিক লোককে পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তি মারা যান। পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে রাস্তায় পড়ে থাকা গুলিবিদ্ধসহ অন্তত ২৭ জনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৭ জনকে আটক দেখানো হয়েছে। পরে কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আরও ৬০ জন আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহতের নাম মোস্তফা মোরশেদ তাহমিদ (১৮)। সে সিলেট এমসি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাসা সিলেট নগরের হাউজিং এস্টেটে। মর্গে নিহতের বাবা নুরুল মোস্তফা দাবি করেন, তাঁর ছেলে কোনো রাজনীতিতে জড়িত নয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মিছিলে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উসকানি দিয়ে পরিকল্পিতভাবে শহীদ মিনারে ভাঙচুর চালান।
বিকেল তিনটার দিকে ছাত্রলীগ ও যুবলীগ তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদে অনেকেই শামিল হয়। এই মিছিল থেকে জামায়াত-নিয়ন্ত্রিত নগরের বিপণিবিতান আল হামরা, সুরমা টাওয়ার, রেটিনা কোচিং সেন্টার, উইমেন্স মেডিকেল কলেজে ভাঙচুর চালানো হয়। সুরমা টাওয়ারের সামনে সংবাদকর্মীদের মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে তালতলায় ইসলামী ব্যাংকের বুথ ভাঙচুর করা হয় এবং ব্যাংকের আম্বরখানা শাখার বাইরে থেকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশ সূত্র জানায়, গুলিবিদ্ধ ২৭ জনের মধ্যে ১৭ জনকে আটক দেখানো হয়েছে। তাদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের ছয়জন সিলেট শহরের। অন্যরা সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের অধিকাংশই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানায়। হাসপাতালে মর্গে কর্তব্যরত পুলিশ জানায়, মৃত ব্যক্তির বুকের ডান পাশে গুলি লেগেছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি জানান, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।
আজ ‘সর্বদলীয় সমাবেশ’: শহীদ মিনার ভাঙচুরের খবর পেয়ে রাত পর্যন্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলসহ প্রগতিশীল বিভিন্ন দলের নেতা-কর্মী ও গণজাগরণ মঞ্চের সংগঠকেরা শহীদ মিনারে গিয়ে এ ঘটনার নিন্দা জানান। মেয়র বদরউদ্দিন আহমদ কামরান শহীদ মিনারে সমবেত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আজ শনিবার সকালে ‘সর্বদলীয় সমাবেশ’ আহ্বান করেন।
by protomALO
শহীদ মিনারে ভাঙচুরের পর হামলাকারীরা এর আশপাশের একটি এটিএম বুথ, অন্য একটি ব্যাংক ভাঙচুর করে ও পুলিশের গাড়িতে আগুন দেয়। এর প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত জামায়াত-শিবির নিয়ন্ত্রিত কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
শহীদ মিনারে ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ৬৭ জনকে আটক করেছে। সন্ধ্যার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শহরে টহল দিতে শুরু করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের পর নগরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়। এসব মিছিল কোর্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়ে ‘তৌহিদি জনতা’ ব্যানার নিয়ে সমিঞ্চলিত মিছিল বের করে। কয়েক হাজার লোকের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার অতিক্রম করার সময় মিছিলকারীদের একটি অংশ শহীদ মিনারের গণজাগরণ মঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আরেকটি অংশ শহীদ মিনারের সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শহীদ মিনারের বেদিতে থাকা পুষ্পস্তবক পদদলিত করে আগুন ধরিয়ে দেয় ও মূল বেদি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ প্রথমে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় মিছিলকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়ে এইচএসবিসি ব্যাংকের এটিএম বুথ ও ট্রাস্ট ব্যাংক ভবনের একাংশ ভাঙচুর শুরু করে। পুলিশ তখন গুলি ছোড়ে। গুলির শব্দে মিছিলকারীরা আরও সহিংস হয়ে ওঠে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এতে শহীদ মিনার থেকে জিন্দাবাজার মোড় ও চৌহাট্টা থেকে আম্বরখানা মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় রাস্তায় অর্ধশতাধিক লোককে পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তি মারা যান। পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পরে রাস্তায় পড়ে থাকা গুলিবিদ্ধসহ অন্তত ২৭ জনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৭ জনকে আটক দেখানো হয়েছে। পরে কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আরও ৬০ জন আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিহতের নাম মোস্তফা মোরশেদ তাহমিদ (১৮)। সে সিলেট এমসি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাসা সিলেট নগরের হাউজিং এস্টেটে। মর্গে নিহতের বাবা নুরুল মোস্তফা দাবি করেন, তাঁর ছেলে কোনো রাজনীতিতে জড়িত নয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মিছিলে থাকা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উসকানি দিয়ে পরিকল্পিতভাবে শহীদ মিনারে ভাঙচুর চালান।
বিকেল তিনটার দিকে ছাত্রলীগ ও যুবলীগ তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে। এই প্রতিবাদে অনেকেই শামিল হয়। এই মিছিল থেকে জামায়াত-নিয়ন্ত্রিত নগরের বিপণিবিতান আল হামরা, সুরমা টাওয়ার, রেটিনা কোচিং সেন্টার, উইমেন্স মেডিকেল কলেজে ভাঙচুর চালানো হয়। সুরমা টাওয়ারের সামনে সংবাদকর্মীদের মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে তালতলায় ইসলামী ব্যাংকের বুথ ভাঙচুর করা হয় এবং ব্যাংকের আম্বরখানা শাখার বাইরে থেকে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
পুলিশ সূত্র জানায়, গুলিবিদ্ধ ২৭ জনের মধ্যে ১৭ জনকে আটক দেখানো হয়েছে। তাদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের ছয়জন সিলেট শহরের। অন্যরা সিলেটের বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদের অধিকাংশই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানায়। হাসপাতালে মর্গে কর্তব্যরত পুলিশ জানায়, মৃত ব্যক্তির বুকের ডান পাশে গুলি লেগেছে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি জানান, সন্ধ্যার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে।
আজ ‘সর্বদলীয় সমাবেশ’: শহীদ মিনার ভাঙচুরের খবর পেয়ে রাত পর্যন্ত ক্ষমতাসীন রাজনৈতিক দলসহ প্রগতিশীল বিভিন্ন দলের নেতা-কর্মী ও গণজাগরণ মঞ্চের সংগঠকেরা শহীদ মিনারে গিয়ে এ ঘটনার নিন্দা জানান। মেয়র বদরউদ্দিন আহমদ কামরান শহীদ মিনারে সমবেত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আজ শনিবার সকালে ‘সর্বদলীয় সমাবেশ’ আহ্বান করেন।
by protomALO
†`ke¨vcx ZvÛe Pvjv‡bvi c«wZev‡` Rvgvqv‡Z Bmjvgx evsjv‡`‡ki QvÎ msMVb wkwe‡ii Awdwmqvj I‡qemvBU n¨vK K‡i‡Q wewW G·Ui bv‡gi mvBevi †hv×viv| Zviv mvBUwU Kâv K‡iB c«”Q‡` wb‡R‡`i GKwU e¨vbvi UvwO‡q w`‡q‡Q| IB e¨vbv‡i †jLv-THIS HAKED IS DEDICATED TO SHAHBAG. MY WAR IS DECLARING AGAINST YOU. PROUD TO BE A BANGLADESHI.
Thursday, 21 February 2013
Subscribe to:
Comments (Atom)