A daily nature photo dosage 15 renowned nature photographers, 365 days - every morning a fresh nature photo from one of us will be here. From the different place in Bangladesh North to the South of Europe - Norway, Sweden, Estonia, Netherlands, Germany, Great Britain, Romania, France, Spain, Italy. And the rest of the World.If you'd like to comment a photo, please do so, if possible, in English. And as we are here under our own names, we'd appreciate if you would do the same when commenting.
Friday, 25 April 2014
Sunday, 20 April 2014
শুভ নববর্ষ
সঞ্চারিত হাজার আশা হে শুভ নববর্ষ
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
আশা করি বিশ্বাসে আসবে শান্তি চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তাই জীবন হয়েছে তীক্ত,
তোমার নব ঝর্ণা ধারায় কর এ জীবন সিক্ত।
গৌরদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি,
হৃদয় থেকে ওঠে আশা সুর শূভেচ্ছা নিও তুমি।
ভুল কে আজ দাও ছুটি
ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২১
মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ ১৪২১
বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে
বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে;
নতুন বছর আসছে তাকে যতন করে রেখো,
স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
**শুভ নববর্ষ**
Some Bengali SMS for Pohela Boishakh:
1.
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক
যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর!
2.
একটু আলো, একটু আধার
বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার
কিছু দুঃখ, কিছু সুখ
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
বাংলা বর্ষ ১৪২১ এর পদার্পনে
এস শানিত হই নবপ্রাণে ..
বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার
কিছু দুঃখ, কিছু সুখ
সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ!
বাংলা বর্ষ ১৪২১ এর পদার্পনে
এস শানিত হই নবপ্রাণে ..
3.
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ ১৪২১
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ ১৪২১
4.
মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ ১৪২১
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ ১৪২১
5.
ঢাক ঢোল মাদলের তালে
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
শুভ নববর্ষ ১৪২১
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে
শুভ নববর্ষ ১৪২১
Wednesday, 16 April 2014
Subscribe to:
Comments (Atom)



































































