Thursday, 5 March 2015

আজকের ম্যাচের উল্লেখযোগ্য কিছু রেকর্ড তুলে ধরা হলো:

* বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে আজ। বাংলাদেশের সর্বোচ্চ রান এখন ৩২২/৪। এর আগে সর্বোচ্চ ছিল ২০১১ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৮৩/৯।

* তামিম ইকবাল বাংলাদেশের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলেন। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মোহাম্মদ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রান। 

* দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান পূর্ণ করলেন তামিম ইকবাল। তার ওয়ানডে রান এখন ৪০৮৫। আর ওয়ানডেতে সাকিব আল হাসানের এখন ৪১৩৮ রান। 

* বাংলাদেশের হয়ে বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করে ১৩৯ রান। আগের রেকর্ডটি ছিল সাকিব ও মুশফিকের আফগানিস্তানের বিপক্ষে ১১৪ রান।

* বিশ্বকাপে বাংলাদেশের এক ম্যাচেই আজ চারজন হাফ সেঞ্চুরি করেন। আজ তামিম, রিয়াদ, মুশফিক, সাকিব হাফ সেঞ্চুরি করেন। এর আগে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে তিনজন-তামিম, সাকিব ও মুশফিক হাফ সেঞ্চুরি করেছিলেন। 

* বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। স্কটল্যান্ডের ৩১৮ রান টপকে গেল ১১ বল আগে ৬ উইকেট হাতে রেখে। সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল আয়ারল্যান্ড ২০১১ সালে ইংল্যান্ডের ৩২৭ রান টপকে গিয়ে। 

* প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে অর্ধ হাজার রান পূর্ণ করলেন সাকিব আল হাসান। আজ অপরাজিত ৫২ রানের ইনিংস খেলার পর এখন সাকিবের বিশ্বকাপে মোট রান ৫০৫