Wednesday, 22 May 2013

না পড়লে খুব মিস করবেন সত্যি বলছি.....একটিবা ­ র পড়ে দেখুন দয়া করে এরই নাম ভালবাসা ।
একটি ভালোবাসার গল্প, যে গল্প আমাদের কে কতটা আবেগ আপ্লুত করবে জানি না, তবে১৩০ কোটি চীনাকে কাঁদিয়েছিল, কেঁদেছিল পৃথিবী জুড়ে অনেক প্রেমিক প্রেমিকাই।।
ভালোবাসার এই গল্পটি খুব বেশি বড় নয়.........
২৬ বছরের চীনা যুবক ঝুয়ং হুগুই ভালবাসতেন ২১ বছরের হু ঝাও কে, নিজের জীবনের চেয়েও বেশী ভালবাতেন একে অপরকে। গত ফেব্রুয়ারী ৪ তারিখে তাদেরমধ্যে বিবাহ বন্ধন হওয়ার কথা থাকলেও, এর ঠিক এক সপ্তাহ আগে জানুয়ারীর ২৮ তারিখ দুর্বৃত্তদের হাতে ছুরিকাহত হয়ে মারা যান প্রেমিকা বধু হু ঝাও। প্রেমিকার এই আকশ্মিক বিয়োগান্তকে মেনে নিতে পারেনি প্রেমিক বর হুগুই। সিদ্ধান্ত নিলেন এই মৃত প্রেমিকাকেই বিয়ে করবেন তিনি। যথা সময়ে বিয়ে সম্পন্ন হলো, হাজার হাজার চীনাবাসী এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। ঐদিন ছিল কনে হুঝাও এর দাফন করারও দিন। কনের সাজে মৃতহু কে একনজর দেখতে এসে বর ঝুয়ং হুগুইএর সাথে হাওমাওকরে কেঁদে উঠেন আমন্ত্রিত অতিথিরাও। বরের দিকে তাকিয়ে অনেকেই হয়ে যান বাকরুদ্ধ । পুরু চীন ভেসে যায় চোখের জলে।
বিয়ের পর বর জানান, "কারো চোখে মহৎ কিংবা উদাহরণ হতে নয়, ভালোবাসার প্রতি দায়বদ্ধতা আর সম্মান জানাতে আমার এ বিয়ে।"
ভালবাসা সত্যিই মহৎ।। ভালবাসা কখনো মরে না।। সত্যি তুমি উদাহরণ সৃষ্টি করতে না চাইলেও উদাহরণ হয়েগেলে লক্ষ-কোটি প্রেমিক- প্রেমিকার।।

No comments:

Post a Comment